hader

Wednesday, March 29, 2017

সে তো এলো না- শিল্পীঃ কিশোর কুমার



সে তো এলো না
এলো না
কেন এলো না
জানি না
হারালো কি আঁধারে তে
হারালো কি আঁধারে তে
নিভে গেল দ্বীপ যে, কেন জানি না।
জানিনা কী দোষে জীবনও দিয়ে গেল ফাঁকি
জানিনা কী দোষে জীবনও দিয়ে গেল ফাঁকি
ভুল করে তাকে মন কি দিয়েছি
আমি কী নিয়ে থাকি!
এক জানা তবু আজও
এত জানা তবু আজও
মন তার কেন জানা গেলো না...

চোখেরও দুয়ার থেকে মনেরও আঙ্গিনা বলো কত দূর
চোখেরও দুয়ার থেকে মনেরও আঙ্গিনা বলো কত দূর...
যে যায় সে যায়, ফিরিবার পথ নাই
সেকী দূর বহু দূর?
এত চেনা কেন তবু
এত চেনা কেন তবু
কোনও দিনও তারে বোঝা গেল না... 

No comments:

Post a Comment