hader

Wednesday, March 29, 2017

ভেবেছি ভুলে যাব-- শিল্পীঃ আশা ভোঁসলে

ভেবেছি ভুলে যাব-- শিল্পীঃ আশা ভোঁসলে

ভেবেছি ভুলে যাব
পারিনা যে ভুলিতে
যে বাঁধনে বেঁধেছ
পারিনা তো খুলিতে।

ওগো আমি জানি
তুমি যে গোপনে
ছুঁয়ে যাও আমাকে
শয়নে স্বপনে...
তোমারই ছবি আঁকি
বেদনারই তুলিতে
যে বাঁধনে বেঁধেছ
পারিনা তো খুলিতে...

আমারই হৃদয়ে
আছ যে জড়িয়ে
তোমারই স্মৃতি সবই
আছে যে ছড়িয়ে
সকলই চিহ্ন তোমার
পড়ে আছে ধুলিতে
যে বাঁধনে বেঁধেছ
পারিনা তো খুলিতে।

পেয়েছি তোমাকে
আরও কাছে পাবো
বুঝিতে পারিনি
পেয়ে যে হারাবো...
বিরহ ঢেলে দিলে
প্রেমেরই এই ঝুলিতে
যে বাঁধনে বেঁধেছ
পারিনা তো খুলিতে।


1 comment:

  1. Baccarat - Worrione
    In 샌즈카지노 the classic variant, the game uses the five hands. 메리트카지노총판 You pick the dealer with a pair of hands, and they then worrione take turns scoring. You're

    ReplyDelete