নয়ন মেলিয়া
দেখিনি চাহিয়া মরন আমার এত কাছে হায়..(২বার
সকাল ফুরাল
বেলা গড়াল সকাল ফুড়াল বেলা গড়াল. কেমন করে যে দিন চলে যায়…
নয়ন মেলিয়া
দেখিনি চাহিয়া মরন আমার এত কাছে হায়..২ বার
এই ধরাই যারা
সাথী ছিল.. একে একে সব বিদায় নিল…২বার
একথা..মি ভাবিনি কখনো ..২ বার
মরণ আমার কবে
এসে যায়..
নয়ন মেলিয়া
দেখিনি চাহিয়া মরন আমার এত কাছে হায়..(২বার
ঐ গরস্থানে
কত মুরদারকে মাটি ছড়িয়ে দিয়েছি ঢেকে..২বার
এভাবে তোমকে
ঢেকে দেবে এক দিন..২বার
সে দিনকে
স্বরন কর সদায়..
নয়ন মেলিয়া
দেখিনি চাহিয়া মরন আমার এত কাছে হায়..(২বার
সকাল বাগানে
যে ফুল ফোটে সাজের বেলায় ঝরেও বটে..২বার
এভাবে তোমারও
ডুবে যাবে বেলা..২বার
সেদিন আসে
কবে কারো যানা নায়..
নয়ন মেলিয়া
দেখিনি চাহিয়া মরন আমার এত কাছে হায়..(২বার
সকাল ফুরাল
বেলা গড়াল সকাল ফুড়াল বেলা গড়াল..২বার
কেমন করে যে
দিন চলে যায়…
নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরন আমার এত কাছে হায়..(৪বা
No comments:
Post a Comment