hader

Wednesday, March 29, 2017

যেতে দাও আমায় ডেকোনা

যেতে দাও আমায় ডেকোনা
কবে কী আমি বলেছি, মনে রেখো না
যেতে দাও আমায় ডেকোনা
কিছু বলবে কি? না না না!
পিছু ডেকো না
যেতে দাও আমায় ডেকোনা

তুমি ভরে নিও বাঁশি
ওগো সূর থেকে সূরে
নয় চলে যাব আমি
শুধু দূর থেকে দূরে.
এই তাসেরই ঘর বেঁধে-
তুমি ভেঙে দিও না
যেতে দাও আমায় ডেকোনা
কাঁচেরই ঝাড়বাতি
নেভে সময় হলে
প্রেম জীবনের আলো
জ্বালায়, শুধু জ্বলে, হায়...
কাঁচেরই ঝাড়বাতি
নেভে সময় হলে
প্রেম জীবনের আলো
জ্বালায়, শুধু জ্বলে।
প্রদীপেরই শিখা
পরে মরুক প্রজাপতি
হায়, এমনি করে আসে
শুধু লাভ থেকে ক্ষতি।
এই হিসাবেরই খাতা
খুলে দেখো না। না না না... 

No comments:

Post a Comment