hader

Tuesday, March 28, 2017

কেমন করে জনবো ভালবেসেছ আমায়

সব কথা বল তবু কিছুই বলনা,
কেমন করে জনবো ভালবেসেছ আমায়
ভালবাসার কেমন রিতি বলনা
তুমি একটুখানি বঝিয়ে বলনা
ভালবাসার কেমন রিতি বলনা
তুমি একটুখানি বঝিয়ে বলনা
ও তুমি বুকের কথা লুকিয়ে রেখনা
তুমি করোনা অঅর অমন ছলনা
সব কথা বল তবু কিছুই বলনা,
কেমন করে জনবো ভালবেসেছ আমায়
ভালবাসার কেমন রিতি বলনা
তুমি একটুখানি বঝিয়ে বলনা
ভালবাসার কেমন রিতি বলনা
তুমি একটুখানি বঝিয়ে বলনা
ও তুমি বুকের কথা লুকিয়ে রেখনা
তুমি করোনা অঅর অমন ছলনা

ঘুরে মরি গলোক ধাধায়
এখন কি হবে উপায়
পরোতো বাচাও আমায়
সপেছি হৃদয় তোমায়
ঘুরে মরি গলোক ধাধায়
এখন কি হবে উপায়
পরোতো বাচাও আমায়
সপেছি হৃদয় তোমায়
আমায় অমোন করে ভাবিয়ে মেরনা
তুমি করোনা অঅর অমন ছলনা

পরেছি আজ কেমন জালায়
বোঝায় কি করে তোমায়
হবে কি দয়া তোমায়
অভাগা আমারই পরে (২বার
তোমর প্রেম তুমি লুকিয়ে রেখনা

তুমি করোনা অঅর অমন ছলনা, ঐ

No comments:

Post a Comment