hader

Tuesday, March 28, 2017

তুমি ছাড়া আমি আর আমি ছাড়া তুমি এমনতো কখনো ভাবিনি

সুখ ছাড়া দুখ, দুখ ছাড়া সুখ, বলে হতে পারে ভেবে দেখিনি
তবে তুমি ছাড়া আমি আর আমি ছাড়া তুমি এমনতো কখনো ভাবিনি,..
সুখ ছাড়া দুখ, দুখ ছাড়া সুখ বলে হতে পারে ভেবে দেখিনি..

হিমালয় পাহাড়টা যদি ধসে যায়
হাজারো লকালয় ধুলোতে লুটায়
হিমালয় পাহাড়টা যদি ধসে যায়
হাজারো লকালয় ধুলোতে লুটায়
তবু সপ্ন গুলো শুধু তোমকে ঘিরে ধংষ হলে হোক পৃথিবী
সুখ ছাড়া দুখ, দুখ ছাড়া সুখ, বলে হতে পারে ভেবে দেখিনি

শিকর যেমনি থাকে মাটিতে ধরে ভালবাসি তোমাকে তেমনি করে
শিকর যেমনি থাকে মাটিতে ধরে ভালবাসি তোমাকে তেমনি করে
তুমি নিশ্বাস হয়ে আছ আমারি দেহে.নিশ্বাস ছাড়া কেও বাচে কি?
সুখ ছাড়া দুখ, দুখ ছাড়া সুখ, বলে হতে পারে ভেবে দেখিনি
তবে তুমি ছাড়া আমি আর আমি ছাড়া তুমি এমনতো কখনো ভাবিনি,..
সুখ ছাড়া দুখ, দুখ ছাড়া সুখ, বলে হতে পারে ভেবে দেখিনি

তবে তুমি ছাড়া আমি আর আমি ছাড়া তুমি এমনতো কখনো ভাবিনি,..

No comments:

Post a Comment