hader

Wednesday, January 15, 2020

গোলাপ তুলতে গিয়ে কাটার আঘাত সয়ে তোমারে শুধু আমি সরেছি

গোলাপ তুলতে গিয়ে কাটার আঘাত সয়ে তোমারে শুধু আমি সরেছি
গোলাপ তুলতে গিয়ে কাটার আঘাত সয়ে তোমারে শুধু আমি সরেছি
ওগো নবীজি.. তোমার সুরভি নিতে এসেছিল যারা ছুটে
তাদের মত কি মোরা হয়েছি তাদের মত কি মোরা হয়েছি


আঘাতে আঘাতে যারা দিয়েছিল জান-প্রাণ ব্যথা ভরা বুকে যারা গেয়েছে তোমার গান
আখাতে আঘাতে যারা দিয়েছিল জান-প্রাণ ব্যথা ভরা বুকে যারা গেয়েছে তোমার গান
সেই সাহসী মরণজয়ী আমরা কি আজও হতে পেরেছি আমরা কি আজ হতে পেরেছি
গোলাপ তুলতে গিয়ে কাটার আঘাত সয়ে তোমারে শুধু আমি সরেছি


তবুও রয়েছি যারা ভাসিয়ে তোমার ভেলা এসেছি অনেক দূর যাবো আরও দূর মেলা..
তবুও রয়েছি যারা ভাসিয়ে তোমার ভেলা এসেছি অনেক দূর যাবো আরও দূর মেলা..
আমি জানিনা...সেই ঠিকানা.. পাবো কিনা যা মোরা চেয়েছি...পাবো কিনা যা আমরা চেয়েছি...
গোলাপ তুলতে গিয়ে কাটার আঘাত সয়ে তোমারে শুধু আমি সরেছি..


আঘাতে আঘাতে যারা দিয়েছিল জান-প্রাণ ব্যথা ভরা বুকে যারা গেয়েছে তোমার গান
আখাতে আঘাতে যারা দিয়েছিল জান-প্রাণ ব্যথা ভরা বুকে যারা গেয়েছে তোমার গান
সেই সাহসী মরণজয়ী আমরা কি আজও হতে পেরেছি আমরা কি আজ হতে পেরেছি
গোলাপ তুলতে গিয়ে কাটার আঘাত সয়ে তোমারে শুধু আমি সরেছি
ওগো নবীজি.. তোমার সুরভি নিতে এসেছিল যারা ছুটে
তাদের মত কি মোরা হয়েছি তাদের মত কি মোরা হয়েছি
গোলাপ তুলতে গিয়ে কাটার আঘাত সয়ে তোমারে শুধু আমি সরেছি ।

No comments:

Post a Comment