যত দুর যায়য়
আমার এ দৃষ্টি.. যতই দেখেছি তার সৃষ্টি হী..২বার
এর যেন নেই
শেষ শেষ নেই.. ভাবতে পারিনা এযে কিছুতেইয়য়..২বার
যত দুর যায়য়
আমার এ দৃষ্টি.. যতই দেখেছি তার সৃষ্টি হী..২বার
ভাষা নেই
প্রকাশের এত বড় আকাশের. একটিও নেই তার খুটি..
গহীন সাগর
তলে লখো লাখো প্রাণী মেলে. সবারি জন্যে আছে জুটি..২বার
সাবার খাবার
আছে কিছু তার টক ঝাল মিষ্টি হী
যত দুর যায়য়
আমার এ দৃষ্টি.. যতই দেখেছি তার সৃষ্টি হী..২বার
হাস গুলো
ঝাকে ঝাকে খালে বিলে ভেসে থাকে সন্ধায় ফেরে ঠিকানায়য়
গভীর বনেও পোকা
রয়ো কখোনো ফুকা তারি বা আহার কে জুগায়য়..২বার
ভাবনায় দেরী
নেই হোক রোদ হোক ঝর হোক বৃষ্টি হী..
যত দুর যায়য়
আমার এ দৃষ্টি.. যতই দেখেছি তার সৃষ্টি হী..২বার
সকাল সাঝের
পাখি কনাকো ডাকা ডাকি জপে তারা আল্লার নাম..
আমি কেন তাকে
ছাড়ি করি শুধু বাড়াবাড়ি অন্যায় পথে অবিরাম..২ বার
অথচ আমার নাম
সবার উপরে আমি সেরা সৃষ্টি হী..
যত দুর যায়য়
আমার এ দৃষ্টি.. যতই দেখেছি তার সৃষ্টি হী..২বার
No comments:
Post a Comment