আমি তোরি
সাথে ভাসতে পারি মরন খেয়ায় একসাথে,
যদি পরানটারে
রাখিস ঢেকে তোর পড়ানের ছায়াতে.
আমি তোরি
সাথে ভাসতে পারি মরন খেয়ায় একসাথে
পুউড়তে পারি
তুসের মতো তোর প্রেমেরই আগুনে.
পুউড়তে পারি
ছায়ের মতো তোর প্রেমেরই কারনে.
যদি পরানটারে
রাখিস ঢেকে তোর পড়ানের ছায়াতে,
আমি তোরি
সাথে ভাসতে পারি মরন খেয়ায় একসাথে,
রইতে পারি
বন্ধি হয়ে যন্ত্রনারি প্রাচিরে,
দিতেপারি
বীষের থালা নিমিষে উজার করে,
যদি পরানটারে
রাখিস ঢেকে তোর পড়ানের ছায়াতে
আমি তোরি
সাথে ভাসতে পারি মরন খেয়ায় একসাথে
যদি পরানটারে
রাখিস ঢেকে তোর পড়ানের ছায়াতে
আমি তোরি
সাথে ভাসতে পারি মরন খেয়ায় একসাথে
No comments:
Post a Comment