তোমার ঘরের
সামনেয়েয় ছোট্ট ঘর বানাবো গো.
তোমার ঘরের
সামনে- হুম… তোমার ঘরের সামনে ছোট্ট ঘর
বানাবো গো. তোমার ঘরের সামনে , তোমার ঘরের সামনে ছোট্ট ঘর বানাবো গো. তোমার ঘরের
সামনে দুনিয়া সাজাবো গো তোমার ঘরের সামনে ছোট্ট ঘর বানাবো গো. দুনিয়া
সাজাবোগো.
এই ঘর বানানো
কোন সহজ কাজ না, দুনিয়া সাজানো কোন সহজ কাজনা…
হৃদয়ে প্রেম
এলে.ঝোড়ও সুখ আছে বিজলি তখোন যেন প্রদীপ আমার কাছে.. মোন প্রান লুটাবোগো (অুম)
তোমার ঘরের সামনে. মোন প্রান লুটাবোগো (আচ্ছা)তোমার ঘরের সামনে, দুনিয়া সাজাবো গো
তোমার ঘরের সামনে ছোট্ট ঘর বানাবো গো তোমার ঘরের সামনে….
লোকে বলে
প্রেম নাকি অগ্নি সুমুদ্র , জীবণের গাড়ো নেশা লেলিহা রুদ্রওও
অুম..মনে
প্রেম থাকে যদি আগুনও ফুল গো, মাহিনদ্র খনে যেন পর্বত দূর্গ, নক্ষত্র সাজাবো
(তাই)তোমার ঘরের সামনে. গাথবো তারার মেলা (আচ্ছা)তোমার ঘরের সামনে, দুনিয়া
সাজাবোগো তোমার ঘরের সামনে ছোট্ট ঘর বানাবোগো তোমার ঘরের সামনে…
কাটা ছড়ানো
থাকে প্রেমেরই নীল ফুলে. তুমি কি যানোগো সখা জীবোনও কাটে ফুলে..
মুকুট ধূলায়
ফ্যালে প্রেমেরি কারনে কেউবা তাজ গড়ে
প্রেমেরেই
কারনে তেমন কিছু গড়ব গো তোমার ঘরের সামনে
No comments:
Post a Comment